logo
ads

ঢাকায় জুনিয়র টেনিসে শিরোপা থাইল্যান্ড ও ভারতের

ক্রীড়া ডেস্ক

প্রকাশকাল: ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এ.এম
ঢাকায় জুনিয়র টেনিসে শিরোপা থাইল্যান্ড ও ভারতের

সংগৃহীত ছবি

রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার সাত দিনব্যাপী লড়াই শেষে গতকাল পর্দা নামলো। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১২টি দেশের ৭৫ জন তরুণ খেলোয়াড়।

বালক এককে চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের আরিয়াফল লিকুল, যিনি ফাইনালে চীনের চুয়ান ডিংকে ৬-৪, ৬-৩ গেমে হারান। আরিয়াফল ফাইনালে ওঠার পথে বাংলাদেশের জারিফ আবরারকে পরাজিত করেছিলেন।

বালিকা এককে শিরোপা জিতেছেন ভারতের সানমিথা হারিনি, যিনি ফাইনালে থাইল্যান্ডের তারিতা হংসইয়ককে ৬-৪, ৬-২ গেমে হারান। সেমিফাইনালে সানমিথা মালদ্বীপের আসাল আজিমকে পরাজিত করেন।

দ্বৈতে প্রতিযোগিতায়ও চমক দেখা যায়। বালক দ্বৈতে ভারতের শৌনক চ্যাটার্জি ও অমৃত ধনকর জুটি এবং বালিকা দ্বৈতে মালদ্বীপের আরা আসাল আজিম ও ভারতের সানমিথা হারিনি জুটি চ্যাম্পিয়ন হন।

ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার। পুরস্কার বিতরণের পর আতশবাজির আয়োজনের মাধ্যমে শেষ হয় এবারের টুর্নামেন্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ