logo
ads

“আফগান–পাক সীমান্তে সংঘাতের পর ট্যাংক দখল নিয়ে নতুন বিতর্ক”

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পি.এম
“আফগান–পাক সীমান্তে সংঘাতের পর ট্যাংক দখল নিয়ে নতুন বিতর্ক”

সংগৃহীত ছবি

আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে সংঘাত ও পরবর্তী যুদ্ধবিরতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও—যেখানে দেখা যায়, আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় স্পিন বোলদাক প্রদেশের রাস্তায় ট্যাংক ছুটছে। আফগান তালেবান দাবি করেছে, এই ট্যাংকগুলো পাকিস্তানি সেনাদের কাছ থেকে দখল করা হয়েছে।

বুধবার সীমান্ত সংঘর্ষের পরপরই তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেন, “আমাদের বাহিনী পাকিস্তানের হামলার জবাব দিয়েছে, তাদের বেশ কিছু সেনা নিহত হয়েছে, অস্ত্র ও ট্যাংক দখল করা হয়েছে এবং একাধিক সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।”

তবে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় টিভি চ্যানেল জিও নিউজ-কে বলেন, “তারা যে ট্যাংক দেখাচ্ছে, সেটা পাকিস্তান সেনাবাহিনীর নয়। আমাদের অস্ত্রাগারে ওই মডেলের ট্যাংক নেই। সম্ভবত তারা কোনো পুরনো ট্যাংক কোথাও থেকে কিনে এনেছে।”

 NDTV জানায়, তারা ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। তবে দ্রুত বিশ্লেষণে দেখা গেছে, ট্যাংকগুলো সোভিয়েত যুগের T-55 মডেল, যা আফগান সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে ১৯৮০–এর দশক থেকেই রয়েছে।

সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালে দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তান সরকার জানায়, এই বিরতি “গঠনমূলক সংলাপের মাধ্যমে ইতিবাচক সমাধান খোঁজার” সুযোগ তৈরি করবে।

সংবাদ সংস্থা AFP জানায়, আফগানিস্তানের স্পিন বোলদাক এলাকায় বাসিন্দারা যুদ্ধের ভয়াবহতা থেকে পালিয়ে গিয়ে বৃহস্পতিবার ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছে।

গত সপ্তাহে আফগান রাজধানী কাবুলে বিমান হামলার ঘটনায় উত্তেজনা চরমে ওঠে। তালেবান সরকার দাবি করে, ওই হামলা পাকিস্তান চালিয়েছে। পাল্টা হামলা শুরু হয় সীমান্তবর্তী এলাকায়।

পাকিস্তান দাবি করে, তাদের পশ্চিম সীমান্তে পাকিস্তানি তালেবান (TTP) ও অন্যান্য গোষ্ঠীর ঘন ঘন হামলা আফগান ভূখণ্ড থেকেই পরিকল্পিত হচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো বিদেশি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে না।

আল জাজিরা জানায়, আফগান বাহিনী দাবি করেছে তারা সীমান্তে রাতভর অভিযানে ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। অপরদিকে পাকিস্তান বলছে, তাদের নিহতের সংখ্যা ২৩ এবং তারা আফগান সীমান্তের ১৯টি পোস্ট দখল করেছে।

বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান–পাকিস্তান সীমান্তের এ উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের পারস্পরিক অবিশ্বাস এবং সন্ত্রাসবাদবিরোধী অভিযানের প্রশ্নে মতবিরোধ ভবিষ্যতে নতুন সংঘাতের জন্ম দিতে পারে।


সূত্র: এনডিটিভি, এএফপি, আল জাজিরা, জিও নিউজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ