logo
ads

পটুয়াখালী জেলায় দু’টি কলেজে একজনও পাস করেনি

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশকাল: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পি.এম
পটুয়াখালী জেলায় দু’টি কলেজে একজনও পাস করেনি

বর্তমান বাংলা

বৃহস্পতিবার ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডের অধীনে পটুয়াখালী জেলায় দু’টি কলেজে একজনও পাস করেনি। জেলায় মোট উত্তীর্ণ ৬,৫০৫ জন। পাসের হার শতকরা ৫৭.৪৪ ভাগ।

বরিশাল বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বরিশাল বোর্ডের অধীনে পটুয়াখালী জেলায় ৭২টি কলেজ থেকে ১১,৭৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১,৩২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৬,৫০৫ জন পাস করেছে। উত্তীর্ণদের মধ্যে ১৬৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে মেধাতালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে মেয়েদের সংখ্যা ১৪৩ জন এবং ছেলেদের সংখ্যা ২৪ জন।

জেলায় দু’টি কলেজে একজনও পাস করেনি। কলেজ দুটি হলো—সদর উপজেলার আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক ও কলেজ (মানবিকে ৪ জন অংশগ্রহণকারী) এবং দুমকি উপজেলার দুমকি নাছিমা কেরামত আলী কলেজ (বিজ্ঞানে ১ জন ও মানবিকে ২ জন অংশগ্রহণকারী)।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের উপসহকারী নিয়ন্ত্রক ও সহকারী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান কামাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ