দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের উইটব্যাংক এলাকায় কাজী মহিউদ্দিন পলাশ (৪০) নামে এক বাংলাদেশির লাশ তাঁর নিজস্ব দোকানের ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের বাসিন্দা।
পরিবার জানায়, পলাশ প্রায় ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন এবং সেখানে ব্যবসা চালাতেন। দেশে তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। গত জানুয়ারিতে দেশে এসে আবার কর্মস্থলে ফেরেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে দোকান বন্ধ থাকায় বৃহস্পতিবার স্থানীয়রা সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে ফ্রিজ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় প্লাস্টিক প্যাঁচানো এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থল থেকে একটি বড় হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।
সহকর্মী ব্যবসায়ীদের ধারণা, দোকানে কর্মরত মালাউইয়ের এক যুবক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পলাশের বড় ভাই কাজী সালে উদ্দিন মাসুম জানিয়েছেন, ব্যবসায় সন্ত্রাসীদের ঝামেলা এড়াতে পলাশ ওই যুবককে কাজে রেখেছিলেন। এখন পরিবার দ্রুত লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছে।

