logo
ads

অস্ট্রেলিয়া সফরের জন্য আজ ভারতের দল ঘোষণা হতে পারে, ফিরছেন রোহিত-কোহলি

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৪ অক্টোবর ২০২৫, ০৯:০২ এ.এম
 অস্ট্রেলিয়া সফরের জন্য আজ ভারতের দল ঘোষণা হতে পারে, ফিরছেন রোহিত-কোহলি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ (শনিবার) ভারতের স্কোয়াড ঘোষণা হতে পারে। তবে প্রথমে শেষ হবে ভারত–ওয়েস্ট ইন্ডিজের আহমেদাবাদ টেস্ট, এরপরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে দলে কারা থাকছেন।

এবারই প্রথমবার জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন আরপি সিং ও প্রজ্ঞন ওঝা। গত ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদের নতুন নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ফিরছেন দুই অভিজ্ঞ তারকা

বিসিসিআই সূত্র জানায়, দীর্ঘ বিরতির পর রোহিত শর্মা ও বিরাট কোহলি আবারও ভারতের ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন। দুজনই সর্বশেষ খেলেছেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। এর পর তারা টি–টোয়েন্টি থেকে বিদায় জানান ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর। চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসরে গেছেন দুই ব্যাটার। যদিও আইপিএল ২০২৫-এর পর তারা আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি, তবে ব্যাটিং ও ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। রোহিতকে এমনকি বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে বিশেষ ফিটনেস সেশনে দেখা গেছে।

সফরের সূচি

ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে—

১৯ অক্টোবর, পার্থ

২৩ অক্টোবর, অ্যাডিলেড

২৫ অক্টোবর, সিডনি

এরপর ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

দলে কে থাকবেন, কে থাকবেন না

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার খেলা এখনো অনিশ্চিত। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ওভারে ইনজুরিতে পড়েছিলেন তিনি। যদি তিনি ছিটকে যান, তবে নিটিশ কুমার রেড্ডি ও শিভম দুবে হতে পারেন বিকল্প।

অন্যদিকে, চোটের পর পুনর্বাসনে থাকা ঋষভ পন্থের ফিটনেস রিপোর্ট দেখেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা। ওয়ানডেতে উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন কেএল রাহুল। সেক্ষেত্রে দ্বিতীয় রক্ষক হিসেবে সঞ্জু স্যামসনকে ওয়ানডে দলে এবং টি–টোয়েন্টিতেও রাখা হতে পারে। তরুণ ধ্রুব জুরেলকেও বিবেচনায় রাখছেন নির্বাচকেরা।

বিশ্রামে থাকতে পারেন কয়েকজন তারকা

ভারতের টাইট সূচি মাথায় রেখে জসপ্রিত বুমরা, শুভমান গিল ও কুলদীপ যাদবকে সিরিজে আংশিক বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বোর্ড। কারণ অস্ট্রেলিয়া সফর শেষে ভারতকে আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে হবে। গিল বিশ্রাম পেলে তার বিকল্প হিসেবে অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়াল কিংবা সাই সুদর্শনকে সুযোগ দেওয়া হতে পারে।

আজকের নির্বাচনী বৈঠকে সবকিছু পরিষ্কার হবে। ক্রিকেট–বিশ্বের নজর এখন রোহিত–কোহলির প্রত্যাবর্তন ও হার্দিক–পন্থের ফিটনেসের দিকে। তাদের উপস্থিতি বা অনুপস্থিতিই ভারতের অস্ট্রেলিয়া সফরের ভারসাম্য নির্ধারণ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ