logo
ads

ভারতীয় দলের অনুশীলনে হঠাৎ সাপের হানা, বিশ্বকাপের আগে উত্তেজনা বাড়ল

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৪ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এ.এম
ভারতীয় দলের অনুশীলনে হঠাৎ সাপের হানা, বিশ্বকাপের আগে উত্তেজনা বাড়ল

সংগৃহীত ছবি

 বিশ্বকাপের উত্তেজনার আগে ভারতের মহিলা ক্রিকেট দলকে অবাক করে দিয়েছে একটি অপ্রত্যাশিত অতিথি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় অনুশীলনের সময় হঠাৎ হানা দেয় একটি সাপ।

স্থানীয়ভাবে ‘গারান্দিয়া’ নামে পরিচিত এই সাপ কলম্বোর স্টেডিয়ামের প্রায় নিয়মিত অতিথি। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচ এবং গত জুলাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ চলাকালেও এর উপস্থিতি ধরা পড়েছে।

মাঠের একজন কর্মী ভারতীয় দলের সদস্যদের আশ্বস্ত করে জানান, “এটি বিষাক্ত নয় এবং কামড় দেয় না। গারান্দিয়া মূলত ইঁদুর খোঁজে আসে।”

হঠাৎ সাপের আগমনে অনুশীলন দারুণভাবে থমকে যায়। ক্রিকেটারদের মধ্যে কেউ আঁতকে উঠলেও কেউ আবার স্বাভাবিকভাবে অনুশীলন চালিয়ে যান। উপস্থিত সাপোর্ট স্টাফ এবং সাংবাদিকদেরও প্রতিক্রিয়া মিশ্র ছিল।

এই মাঠেই রোববার দুপুরে মুখোমুখি হবে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরু করেছে ভারত, আর পাকিস্তান হেরে গেছে বাংলাদেশের কাছে।

উল্লেখ্য, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেও ভারতীয় দল প্রস্তুতি শেষ করে ম্যাচের জন্য মনোবল ধরে রাখার চেষ্টা করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ