logo
ads

রোহিতের জায়গায় ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুবমান গিল

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৪ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পি.এম
রোহিতের জায়গায় ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুবমান গিল

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক | দীর্ঘদিন ধরে রোহিত শর্মার কাঁধে ছিল ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব। তাঁর অধিনায়কত্বেই ভারত খেলেছিল ২০২৩ বিশ্বকাপের ফাইনাল এবং জিতেছিল এবারের চ্যাম্পিয়নস ট্রফি। তবে সেই অধ্যায় শেষ হতে যাচ্ছে। এবার রোহিতের জায়গায় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হচ্ছেন শুবমান গিল।

ক্রিকইনফোর খবরে জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক হবে গিলের। সিরিজটি শুরু হবে আগামী ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে। বিসিসিআই এখনো আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করেনি, তবে আহমেদাবাদ টেস্ট চলাকালে নির্বাচক কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

রোহিত–কোহলি ফিরছেন ব্যাটসম্যান হিসেবে

সূত্রের বরাতে আরও জানা গেছে, রোহিত শর্মা ও বিরাট কোহলি এখন থেকে ওয়ানডে দলে থাকবেন কেবল ব্যাটসম্যান হিসেবে। মার্চে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর এ সিরিজ দিয়েই তাঁরা ফিরছেন জাতীয় দলে। গত মে মাসে টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত, আর কোহলি আগেই বিদায় নিয়েছেন টেস্ট ও টি–টোয়েন্টি থেকে। ফলে দুই অভিজ্ঞ তারকাকে দেখা যাবে শুধু ওয়ানডে ক্রিকেটে।

গিলের উত্থান

মাত্র ২৬ বছর বয়সেই ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন গিল। অধিনায়ক হিসেবে তাঁর প্রথম সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে ২–২–এ ড্র হলেও ব্যাট হাতে ৭৫৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। সেই সিরিজে গড় ছিল ৭৫.৪০। টি–টোয়েন্টি ফরম্যাটেও তিনি আছেন সহ–অধিনায়ক হিসেবে।

রোহিতের অধিনায়কত্বের অধ্যায়

রোহিত ২০২১ সালের ডিসেম্বরে ভারতের নিয়মিত ওয়ানডে অধিনায়ক হন। তাঁর নেতৃত্বে ভারত খেলেছে ৫৬ ম্যাচ—এর মধ্যে জয় ৪২টি, হার মাত্র ১২। একটি ম্যাচ টাই, আরেকটি পরিত্যক্ত। অধিনায়ক হিসেবে রোহিত জিতেছিলেন দুটি এশিয়া কাপ (২০১৮ ও ২০২৩) এবং সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি। তবে এবার দায়িত্বের বোঝা নামিয়ে রেখে কেবল ব্যাট হাতে মনোযোগী হচ্ছেন তিনি।

আসন্ন সূচি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৯, ২৩ ও ২৫ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর শুরু হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। বছরের শেষভাগে ভারতের ওয়ানডে দল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (নভেম্বর–ডিসেম্বর) ও নতুন বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ