মিচেল মার্শের বিধ্বংসী সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। আজ মাউন্ট মাঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে অজিরা কিউইদের ৩ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
১৫৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা এই অলরাউন্ডার ৫২ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। দলের বাকি আট ব্যাটার মিলে যেখানে ৪৯ রান করেছেন, সেখানে মার্শ একাই জয়ের ভিত গড়ে দেন।
এটি মার্শের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। একই সঙ্গে অ্যারন ফিঞ্চ ও শেন ওয়াটসনের পর অস্ট্রেলিয়ার তৃতীয় অধিনায়ক হিসেবে তিনি টি-টোয়েন্টি সেঞ্চুরির কীর্তি গড়লেন। শুধু তাই নয়, গ্লেন ম্যাক্সওয়েল, ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের পর মার্শ অস্ট্রেলিয়ার হয়ে ছক্কার সেঞ্চুরির মাইলফলকও স্পর্শ করলেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটার হলেন মার্শ। তার আগে এই কীর্তি গড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড এখন মার্শের দখলে। তিনি রিকি পন্টিংয়ের ৯৮ রানের ইনিংসকে ছাড়িয়ে গেছেন।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৫৬ রান তুলতে সক্ষম হয়। ডেভন কনওয়ে দ্রুত আউট হলেও টিম সেইফার্টের ৪৮ রান ইনিংসকে কিছুটা এগিয়ে নেয়। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ২৬ ও জিমি নিশামের ২৫ রান কিউইদের লড়াইয়ের মতো স্কোর এনে দেয়।
অস্ট্রেলিয়ার হয়ে শন অ্যাবট ৩ উইকেট নেন, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড শিকার করেন ২টি করে উইকেট।

