logo
ads

রোদিয়ার দৌড়: একটি ছোট্ট স্বপ্নের বিশাল পদক্ষেপ

স্টাফ রিপোর্টার 

প্রকাশকাল: ৪ অক্টোবর ২০২৫, ০৯:২০ পি.এম
রোদিয়ার দৌড়: একটি ছোট্ট স্বপ্নের বিশাল পদক্ষেপ

নিজস্ব

মাত্র ১০ বছরের একটি মেয়ে, যার পায়ে এখনও খেলনার ছায়া লেগে আছে, তবু তার দৌড়ে লুকিয়ে আছে একটা জাতির স্বপ্ন। নরসিংদীর রায়পুরায়, যেখানে সবুজ মাঠ আর নদীর হাওয়া মিলেমিশে একাকার, সেখানে অনুষ্ঠিত হলো 'রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ' ম্যারাথন। দেশ-বিদেশ থেকে ৭০০ দৌড়বিদের পায়ের ধুলোয় মাটি কাঁপল শুক্রবার। কিন্তু সবচেয়ে উজ্জ্বল তারা ছিলেন পলাশের রুবাইয়া ইসলাম রোদিয়া—১০ কিলোমিটারের যুদ্ধক্ষেত্রে ফাস্ট রানারআপ হয়ে, যেন বলে উঠলেন, "স্বপ্নের কোনো বয়স নেই!"
উপজেলা পরিষদ মাঠে ফিনিশ লাইন অতিক্রম করার পর, সেই মুহূর্তটি যেন একটা জাদু। সকল ফিনিশারের গলায় সম্মাননা পদক ঝুলল, আর চারটি ক্যাটাগরির বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেওয়া হলো। অনুষ্ঠানে ছিলেন বিইপি আরসি-এর চেয়ারম্যান এক্সসাস মোহাম্মদ ওয়াহিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মেনহাজুল আলম, সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মুনসুর, ওয়াটসন গ্রুপের পরিচালক আশরাফ উদ্দিন বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার—আর স্থানীয় সাংবাদিকদের চোখে একই আলো: রোদিয়ার গল্পের আলো।
রোদিয়া, পলাশের ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজারের রোমান হোসেন ভূঁইয়ার মেয়ে। জনতা আদর্শ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এই মেধাবী ছাত্রী, যেন একটা জীবন্ত অনুপ্রেরণা। তার বাবা-মা'র চোখে এখনও সেই দৃশ্য ভাসে—মাত্র ১০ বছর বয়সে বড়দের সঙ্গে সমান তালে দৌড়ানো। "আমরা স্বপ্ন দেখি, রোদিয়া একদিন আন্তর্জাতিক মঞ্চে পলাশকে নতুন করে তুলে ধরবে," বলেন তার বাবা-মা, গলায় একটা আবেগের ঢেউ। আর রোদিয়া? সে তো কথায় নয়, পায়ে পরিশ্রম করে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে।
এই সাফল্য তো শুরু মাত্র। ২০২৪-এর জুলাইয়ের অভ্যূত্থানের প্রতীকী ম্যারাথনে মহিলা বিভাগে নরসিংদীর চ্যাম্পিয়ন হয়েছে সে। গত ৭ মাসে ২, ৫ ও ৭.৫ কিলোমিটারের ৮টি ইভেন্টে অংশ নিয়ে ২টি চ্যাম্পিয়নশিপ আর ৬টিতে পোডিয়াম—এই তালিকা যেন বলে, "আমি থামব না।"
রোদিয়ার দৌড় শুধু একটা ম্যারাথনের জয় নয়, এটা একটা বার্তা। ছোট্ট বয়সে বড় স্বপ্ন দেখার, পরিশ্রমের আগুনে নিজেকে গড়ে তোলার। বাংলাদেশের মাটিতে এমন গল্পগুলোই তো আমাদের হৃদয় জয় করে। রোদিয়া, তোমার পায়ের ছন্দে আমরা সবাই দৌড়াই—আরও দূর, আরও উঁচুতে! 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ