বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কে.এম. আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, সচেতন হবে জনগণ, খেলাধুলার হবে জয়, মাদকের হবে ক্ষয়। ডিজিটাল মাদক যেমন মোবাইল গেম ও অনলাইন জুয়া থেকে বেরিয়ে আসতে হবে এবং এর একমাত্র পথ খেলাধুলা। খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি এসব কথা বলেন কোটচাঁদপুরে অনুষ্ঠিত মরহুম পৌর চেয়ারম্যান একেএম সিরাজুল হক সিরুমিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।
শিমুল খান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বিকল্প নেই এবং বিএনপির নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। আগামী বাংলাদেশ হবে সম্প্রদায়িক সম্প্রীতির, যেখানে হিন্দু-মুসলিমের কোনো ভেদাভেদ থাকবে না। তারেক রহমানের নেতৃত্বে এমন একটি দেশ গড়া হবে, যেখানে সকল মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারবে।
তিনি আরও জানান, ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষ দলীয় মনোনয়ন প্রত্যাশে নিজেকে উপস্থাপন করছেন। যদি দল তাঁকে মনোনয়ন দেয়, তাহলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিন্তু যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তাহলেও সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এখানে যারা মনোনয়ন প্রত্যাশী, তারা সকলে যোগ্য।
সাহস সেবা সংস্থার আয়োজনে শনিবার বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হন কোটচাঁদপুর ফুটবল একাদশ এবং যশোর ফুটবল একাদশ। ২-০ গোলে কোটচাঁদপুর ফুটবল একাদশ বিজয়ী হয়। চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকা এবং রানার্স-আপ দলকে ৪০ হাজার টাকা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শিমুল খান। খেলা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং দর্শক সারিতে মাঠ কানায়-কানায় পূর্ণ ছিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও সাহস সেবা সংস্থার সভাপতি খোন্দকার শরাফত হোসেন। খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস.কে.এম. সালাহউদ্দিন বুলবুল সিডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল রাজ্জাক, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক ভাইস-প্রিন্সিপাল ও জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সবুর খান, সরকারি কে.এম.এইচ. কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আমানুল্লাহ, কোটচাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু প্রমুখ। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাহস সেবা সংস্থার সাধারণ সম্পাদক রুস্তম আলী এবং সঞ্চালনায় খোন্দকার আব্দুল্লাহ বাশার, নূরুল ইসলাম বাবু ও মনির মুন্না।

