ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা। রাজনৈতিক টানাপোড়েন থেকে শুরু করে মাঠের লড়াই—সব কিছুতেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে থাকে বাড়তি নজর। নারী বিশ্বকাপেও এর ব্যতিক্রম ঘটেনি। এবার আলোচনায় এসেছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হওয়া টসের একটি বিতর্কিত ঘটনা।
ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজ ও সঞ্চালক মেল জোন্সের ভুলের কারণে ভারতের বিপক্ষে টসে অপ্রত্যাশিত সুবিধা পেয়ে যায় পাকিস্তান। ঘটনাটি ঘটে টসের সময়। ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর কয়েন ছুঁড়ে মারলে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ডাক দেন “টেইলস”। কিন্তু সেটি হয়তো স্পষ্টভাবে শুনতে পাননি ম্যাচ রেফারি। তিনি ঘোষণা দেন—“হেডস ইজ দা কল।” সঞ্চালক মেল জোন্সও সেটিই পুনরাবৃত্তি করেন।
কয়েন মাটিতে পড়ার পর উপরে ওঠে আসে ‘হেডস’। ফলে ভুল ডাকা সত্ত্বেও ফাতিমাকে টসের বিজয়ী ঘোষণা করেন রেফারি। এতে আপত্তি তোলেননি ফাতিমা কিংবা হারমানপ্রিত, ফলে পাকিস্তান টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন ভুলে বড় ম্যাচে এক দলের সুবিধা পাওয়া ন্যায়সঙ্গত কি না। যদিও এখনো পর্যন্ত ভারত কিংবা পাকিস্তান দল আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জানায়নি।
দুই দলই এ ম্যাচে এনেছে একটি করে পরিবর্তন। অসুস্থতার কারণে ভারতের আগের ম্যাচের তারকা তরুণ অলরাউন্ডার আমাঞ্জত কৌর খেলতে পারেননি। তার জায়গায় দলে এসেছেন অভিজ্ঞ পেসার রেনুকা সিং ঠাকুর। অন্যদিকে, বাংলাদেশের কাছে হেরে যাওয়া ম্যাচ থেকে উমাইমা সোহেল বাদ পড়েন পাকিস্তান একাদশ থেকে; তার পরিবর্তে সুযোগ পান সাদাফ শামস।
টসকে ঘিরে বিতর্কের পাশাপাশি আরেকটি বিষয় নজর কেড়েছে দর্শকদের। ছেলেদের এশিয়া কাপে যেমন হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন দুই দলের অধিনায়ক, নারীদের বিশ্বকাপেও একই দৃশ্য দেখা গেল। টস শেষে ভারত ও পাকিস্তানের অধিনায়কেরা হাত না মিলিয়েই সরে যান। ম্যাচ শেষে সৌজন্যতা বিনিময় হবে কি না—সেটিই এখন দেখার বিষয়।

