logo
ads

শিশু যৌন নির্যাতনের অভিযোগে মেক্সিকোর সাবেক বিশ্বকাপ তারকা ওমার ব্রাভো আটক

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ৬ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পি.এম
শিশু যৌন নির্যাতনের অভিযোগে মেক্সিকোর সাবেক বিশ্বকাপ তারকা ওমার ব্রাভো আটক

সংগৃহীত ছবি

শিশু যৌন নির্যাতনের অভিযোগে আটক হয়েছেন মেক্সিকোর সাবেক তারকা ফুটবলার ওমার ব্রাভো। ৪৫ বছর বয়সী এই স্ট্রাইকারকে সম্প্রতি জাপোপান শহরে, নিজের সাবেক ক্লাব গ্যাডালাহারার কাছ থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

জালিসকো রাজ্যের প্রসিকিউটররা জানিয়েছেন, ব্রাভোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি এক কিশোরীকে গত কয়েক মাসে একাধিকবার যৌন নির্যাতন করেছেন। প্রসিকিউটররা আশঙ্কা করছেন, তিনি আরও এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন। বর্তমানে তাঁকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ব্রাভো মেক্সিকো জাতীয় দলের হয়ে ৬৬টি ম্যাচে ১৫ গোল করেন। ২০০৬ সালের বিশ্বকাপে তিনি মেক্সিকোর স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ক্লাব পর্যায়ে দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেড়শরও বেশি গোল করেন এবং গ্যাডালাহারার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন।

ফুটবল বিশ্বে এক সময় তারকা হিসেবে স্বীকৃত ব্রাভোর এ ঘটনায় মেক্সিকোর ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ