logo
ads

এস আলমের নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

প্রকাশকাল: ৭ অক্টোবর ২০২৫, ০৯:৫০ এ.এম
এস আলমের নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে শেরপুরে মানববন্ধন

বর্তমান বাংলা

ব্যাংক লুট ও অনিয়মের অভিযোগে এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্তের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক শেরপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের জেলা শাখার উপদেষ্টা ও গ্রাহক অ্যাডভোকেট মোকলেছুর রহমান জীবন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
সেকেন্দার আলী কলেজের অধ্যাপক শফিউল আলম চাঁন, হাসানুজ্জামান, আশরাফুজ্জামান মাসুম, এবং মাওলানা সোবহান প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকের পরিচালক থাকার সময় এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে অনিয়ম, লুটপাট ও স্বজনপ্রীতির আশ্রয় নেয়। তারা বলেন, “এস আলম ব্যাংক থেকে প্রায় ৭৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এবং চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে প্রায় ১০ হাজার অদক্ষ ব্যক্তিকে নিয়োগ দিয়েছে।”

মানববন্ধনে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা অংশ নেন। বক্তারা অবৈধ নিয়োগ বাতিল ও আত্মসাৎ করা টাকা উদ্ধার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ