এএফসি নারী অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের আগে নিজেদের যাচাই করে নিতে tonight মাঠে নামছে অর্পিতা-মৌসুমীরা। সংযুক্ত আরব আমিরাতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল, যার প্রথমটিতে প্রতিপক্ষ সিরিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায়, সংযুক্ত আরব আমিরাত ফুটবল গ্রাউন্ডে।
এরপর বৃহস্পতিবার দ্বিতীয় প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব–১৭ নারী দল।
দলটির প্রধান কোচ সাইফুল বারী টিটু জানিয়েছেন, এই দুই ম্যাচকে এশিয়ান কাপ বাছাইয়ের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। “জর্ডানের মাঠে নামার আগে মেয়েরা যেন নিজেদের ছন্দে ফিরতে পারে—এই লক্ষ্যেই প্রীতি ম্যাচগুলো আয়োজন করা হয়েছে,” বলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছে লাল-সবুজের মেয়েরা। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দলের অনুশীলন সেশন হয় সংযুক্ত আরব আমিরাত ফুটবল গ্রাউন্ড–২–এ।
আগামী ১০ অক্টোবর বাংলাদেশ দল যাবে জর্ডানে। এএফসি নারী অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইয়ের ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক জর্ডান ও শক্তিশালী চাইনিজ তাইপে।
প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ১৩ অক্টোবর জর্ডানের বিপক্ষে এবং দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দুই প্রতিপক্ষই অনেক এগিয়ে। বর্তমানে বাংলাদেশ আছে ১০৪তম স্থানে, জর্ডান ৭৬তম এবং চাইনিজ তাইপে ৪২তম অবস্থানে।
কঠিন প্রতিপক্ষের সামনে ভালো প্রস্তুতি নিয়ে নামাই এখন লক্ষ্য টিটু-শিষ্যদের।

