দক্ষিণ আফ্রিকার তরুণ বাঁহাতি পেসার কিউনা মাফাকা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। ফলে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ এবং পরবর্তী পাকিস্তান সফরের টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (CSA) এক বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে দেশের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলতে গিয়েই চোট পান মাফাকা। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৫.৫ ওভার বল করার পর মাঠ ছাড়তে হয় তাকে। স্ক্যান রিপোর্টে দেখা যায়, তার হ্যামস্ট্রিংয়ে আঘাত লেগেছে।
তবে চোট পেয়েও তিনি দ্বিতীয় ইনিংসে ফিরে এসে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন। মাত্র ২৬ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই তরুণ পেসার। কিন্তু চিকিৎসক দল নিশ্চিত করেছে, সম্পূর্ণ সুস্থ হতে মাফাকার অন্তত চার সপ্তাহ বিশ্রাম প্রয়োজন।
তার অনুপস্থিতিতে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির জন্য দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ পেসার অটনিল বার্টম্যান। আর পাকিস্তান সফরের ওয়ানডে স্কোয়াডে তার জায়গায় এসেছেন লিজাড উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকা আগামী ১১ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলবে। পরের দিনই তারা রওনা হবে পাকিস্তান সফরে। সফরের সূচি অনুযায়ী, ১২ অক্টোবর লাহোরে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, এরপর ২৮ অক্টোবর থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ৪ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ।
ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), নান্দ্রে বার্গার, জেরাল্ড কোটজি, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, রুবিন হারমান, রিভালদো মুনসামি, কাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, জেসন স্মিথ, লিজাড উইলিয়ামস ও অটনিল বার্টম্যান।
ডেভিড মিলার (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোটজি, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিকস, জর্জ লিন্ডে, লুঙ্গি এনগিডি, কাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস ও অটনিল বার্টম্যান।
ম্যাথিউ ব্রিটস্কি (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, জর্ন ফরটুইন, জর্জ লিন্ডে, লিজাড উইলিয়ামস, লুঙ্গি এনগিডি, কাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও সিনেথেমবা কেশিলে।

