logo
ads

প্রথম দর্শনেই দিল্লির প্রেমে যশস্বী জয়সওয়াল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশকাল: ১০ অক্টোবর ২০২৫, ০৮:১১ পি.এম
প্রথম দর্শনেই দিল্লির প্রেমে যশস্বী জয়সওয়াল

সংগৃহীত ছবি

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ যেন প্রেমে পড়লেন যশস্বী জয়সওয়াল। ভারতের তরুণ ওপেনার এই মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে ঝড় তুললেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৩১৮ রান, উইকেট পড়েছে মাত্র দুটি।

এদিন তিন সংস্করণ মিলিয়ে ভারতের জার্সিতে নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচে নামলেন জয়সওয়াল। আর সেই বিশেষ দিনে দিল্লির দর্শকদের উপহার দিলেন এক অনবদ্য ইনিংস—যেন প্রথম দেখাতেই দিল্লিকে ভালোবেসে ফেলেছেন এই বামহাতি ব্যাটার।

অরুণ জেটলির তপ্ত উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ঘাম ঝরিয়েছেন ঘণ্টার পর ঘণ্টা, কিন্তু ফল মেলেনি তেমন। পুরো দিনজুড়ে ভারতের ব্যাটারদের আধিপত্যে ছিল ম্যাচ। তিন পেসার ও তিন স্পিনার ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করেও ক্যারিবীয়রা নিতে পেরেছে মাত্র দুটি উইকেট—দুটোই স্পিনার জোমেল ওয়ারিক্যানের দখলে।

নতুন বলে শুরুটা করেন জয়সওয়াল ও লোকেশ রাহুল। দুজন মিলে গড়েন ৫৮ রানের ওপেনিং জুটি। ইনিংসের ১৮তম ওভারে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে ফেরেন রাহুল—৩৪ বলে ৩৮ রান।

এরপর জয়সওয়ালের সঙ্গে জুটি গড়েন সাই সুদর্শন। দুই তরুণের দৃঢ়তায় ভারতের ইনিংস মজবুত ভিত্তি পায়। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে তোলেন ১৯৩ রানের জুটি, যার মধ্যে জয়সওয়াল তুলে নেন নিজের সপ্তম টেস্ট সেঞ্চুরি।

সুদর্শনও হাঁটছিলেন সেঞ্চুরির পথে, কিন্তু আক্ষেপে শেষ করতে হয় তাঁকে—ওয়ারিক্যানের বলে ১৬৫ বলে ১২ চারে ৮৭ রান করে বিদায় নেন।

দিনের শেষ সেশনে জয়সওয়ালকে সঙ্গ দেন অধিনায়ক শুবমান গিল। দুজনে মিলে আর কোনো বিপদ হতে দেননি। দিন শেষে জয়সওয়াল অপরাজিত ১৭৩ রানে, আর গিল ২০ রানে।

ইনিংসে এখন পর্যন্ত জয়সওয়াল মেরেছেন ২২টি বাউন্ডারি, যা টেস্ট ক্রিকেটে ভারতের কোনো ব্যাটারের উদ্বোধনী দিনে করা চতুর্থ সর্বোচ্চ রান।

আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাট হাতে ফিরবেন জয়সওয়াল। যদি ইনিংস আরও বড় করতে পারেন, তাহলে এই ম্যাচটি কেবল দিল্লির মাঠেই নয়, ভারতীয় টেস্ট ইতিহাসেও তাঁর স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ