মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অভিজ্ঞ ওপেনার স্মৃতি মান্ধানা ৬৬ বলে ৮০ রান করে নতুন ইতিহাস গড়েছেন। রোববারের ম্যাচে ৯ চার ও ৩ ছক্কায় ইনিংস সাজানো মান্ধানা, যদিও শেষ পর্যন্ত ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন, তবুও তার ইনিংস বহু রেকর্ড স্পর্শ করেছে।
এই ইনিংসের মাধ্যমে মান্ধানা ২০২৫ সালে ওয়ানডেতে ১ হাজার রান পূর্ণ করেছেন। চলতি বছরে ১৮ ইনিংসে ৪টি ফিফটি ও ৪টি সেঞ্চুরি করে ৫৯.০০ গড়ে তিনি ১০৬২ রান সংগ্রহ করেছেন। এর মাধ্যমে তিনি একটি পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে ১ হাজার রানের কীর্তি গড়া বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক-এর। ১৯৯৭ সালে ১৪ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৪টি ফিফটিতে ৮০.৮৩ গড়ে ৯৭০ রান করেছিলেন তিনি।
পঞ্চাশে পৌঁছে কিম গার্থের বলে ছক্কা মেরে মান্ধানা ওয়ানডে ক্যারিয়ারের ৫ হাজার রানও সম্পন্ন করেন। ২৯ বছর বয়সী এই ওপেনার ভারতের দ্বিতীয় ও বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে এই অর্জনে পৌঁছেছেন। এই ফরম্যাটে ৫ হাজার রান করা অন্যান্য ব্যাটাররা হলেন: মিথালি রাজ (৭৮০৫), শার্লট এডওয়ার্ডস (৫৯৯২), সুজি বেটস (৫৯২৫) ও স্টেফানি টেলর (৫৮৬৩)।
মান্ধানা এই রেকর্ডে সবচেয়ে কম ইনিংস (১১২) ও কম বল (৫৫৬৮) খেলে ৫ হাজার রান পূর্ণ করেছেন। ইনিংসের হিসেবে আগের রেকর্ডটি ছিল স্টেফানি টেলরের (১২৯ ইনিংস) এবং বলের হিসেবে সুজি বেটসের (৬১৮২ বল)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশেষভাবে সফল মান্ধানা ২০ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ৬টি ফিফটিতে ৯৯৬ রান করেছেন। এছাড়া অজিদের বিপক্ষে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ পার করেছেন। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন ধারাবাহিকতা আর কোনো ব্যাটারের নেই।
উদ্বোধনী জুটিতে প্রতিকা রাওয়াল সাথে মিলিয়ে মান্ধানা ১৫৫ রান যোগ করেছেন, যা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। ১৯৭৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের ওপেনারদের ১০৬ রানের রেকর্ড ছাড়িয়েছে।
এ পর্যন্ত মান্ধানা ও রাওয়ালের ২১ ইনিংসের মধ্যে এটি ষষ্ঠ শতরানের জুটি। ভারতের ব্যাটারদের মধ্যে এর চেয়ে বেশি সেঞ্চুরি জুটি আছে কেবল মিথালি রাজ ও পুনম রাউতের, যারা ৩৪ ইনিংসে ৭টি সেঞ্চুরি জুটি করেছেন।
স্মৃতি মান্ধানার এই কীর্তি ভারতের মেয়েদের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়েছে।
সূত্র: ইএসপিএন

