logo
ads

বাতিল হতে পারে মেসিদের ভারত সফর

ক্রীড়া ডেস্ক

প্রকাশকাল: ১২ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পি.এম
বাতিল হতে পারে মেসিদের ভারত সফর

সংগৃহীত ছবি

ব্যক্তিগত সফরে আগামী ডিসেম্বরে চার দিনের জন্য ভারতে আসার কথা রয়েছে লিওনেল মেসির। তবে আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার এই সফর এখন শঙ্কার মুখে পড়েছে।

বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সেখানে তারা ইতিমধ্যেই ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেয়েছে। বুধবার ভোরে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলতে নামবে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

নভেম্বরে আরও দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। প্রথমটি হবে আফ্রিকার অ্যাঙ্গোলা দেশের বিপক্ষে, এবং দ্বিতীয়টি ভারতের কেরালার মাঠে খেলার কথা জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

তবে আর্জেন্টিনার ফুটবলভিত্তিক ওয়েবসাইট TYC Sports সূত্রে জানা গেছে, ভারত সফরের ওই ম্যাচটি নাও খেলা হতে পারে। পরিবর্তে আফ্রিকার অন্য দেশ মরক্কোর বিপক্ষে ম্যাচ আয়োজন করতে পারে আর্জেন্টিনা।

২০২২ সালের কাতার বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলেছিল মরক্কো। এছাড়া ২০২৬ সালের বিশ্বকাপেও তারা ইতিমধ্যেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বছর শেষের আগে তুলনামূলক শক্তিশালী দলের সঙ্গে ম্যাচ খেলতেই এই সিদ্ধান্ত নিতে পারে আর্জেন্টিনা।

এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও করা হয়নি। তবে TYC Sports-এর প্রতিবেদনের সত্যতা ধরা হলে, ২০১১ সালের পর আবার আর্জেন্টিনাকে ভারতের মাঠে স্বাগত জানানোর স্বপ্ন ভেস্তে যাবে ফুটবল প্রেমীদের।

সূত্র: TYC Sports, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ