একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা—জীবনের প্রতিটি ধাপে পাশাপাশি চলেছে যমজ দুই বোন শ্রেয়া বিশ্বাস ও স্নেহা বিশ্বাস। পাঠ্যজীবনের শুরু থেকে আজ পর্যন্ত যেন তারা একে অপরের ছায়া। প্রাথমিক থেকে মাধ্যমিক—সব জায়গায় একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে প্রতিযোগিতা, আর এখন উচ্চমাধ্যমিকেও একই ফলাফল—জিপিএ–৫।
খুলনার ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নের ঘোনাবান্দা গ্রামের এই দুই বোনের বাবা-মা শিক্ষক দম্পতি—পিতা পুষ্পক বিশ্বাস, খুলনার রায়েরমহল মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক; আর মা রিক্তা রানি রায়, খুলনা গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
শ্রেয়া ও স্নেহা খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এর আগে খুলনা গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল তারা।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শ্রেয়া ও স্নেহা এক কণ্ঠে জানায়, “ আমরা নিয়মিত পড়তাম, শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনতাম, নোট রাখতাম। আমরা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই।”
তাদের এই সফলতায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শিক্ষকরা গর্বিত। মা রিক্তা রানি রায় বলেন, “আমাদের মেয়েরা ছোটবেলা থেকেই শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী। ওদের অধ্যবসায় আজ ফল দিয়েছে।”
যমজ দুই কন্যার এই একসঙ্গে সাফল্য খুলনা জুড়ে এখন আনন্দ ও গর্বের আলো ছড়াচ্ছে।

