বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সাক্ষাৎকালে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
উপাচার্য বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে দেশে ও বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা, প্রকাশনা, সেমিনার ও শিক্ষাবিনিময় কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, “জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ আবু সাঈদের আত্মত্যাগ সারা বিশ্বের কাছে স্মরণীয়। এই বিশ্ববিদ্যালয়ে এসে আমি সম্মানিত বোধ করছি।” তিনি জানান, ইরানের কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরে আগ্রহী।
মতবিনিময় সভায় ইরানের রাষ্ট্রদূতের সহধর্মিণী জাহারা চাভোশি, দূতাবাসের কর্মকর্তারা এবং বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, জীব ও ভূ-বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া আইকিউএসি পরিচালক, রেজিস্ট্রার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টর ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও প্রভোস্টও সভায় অংশ নেন।
সাক্ষাৎ শেষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ইরানের দূতাবাসের প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করেন।
এতে দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হওয়ার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

