logo
ads

বোয়ালমারী সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশকাল: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পি.এম
বোয়ালমারী সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজন

বর্তমান বাংলা

“শিক্ষা, ঐক্য, প্রগতি”—এই মূলনীতি ধারণ করে ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কলেজ মাঠে বোয়ালমারী কলেজ ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মাহিম এবং গীতা পাঠ করেন আকাশ সাহা।
স্বাগত বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি সাদমান পাপ্পু।

বোয়ালমারী কলেজ ছাত্রদলের সভাপতি সাদমান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শেখ আনিসুজ্জামান তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইকবাল হোসেন লিমন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট, উপজেলা ছাত্রদল নেতা আমিনুর, জুয়েল ও ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সততা ও ন্যায়ের মূল্যায়ন হবে। তরুণ প্রজন্মেরই দায়িত্ব সেই সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখা।”
তারা আরও বলেন, “শিক্ষার লক্ষ্য কেবল সার্টিফিকেট অর্জন নয়, বরং প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে সৎ ও দায়িত্বশীল নাগরিক হওয়া।”

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও নিজ নিজ ধর্ম পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শিহাব শেখ ও সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ