দীর্ঘ সাত বছরের নিস্তব্ধতা ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাব যেন নতুন সূর্যের উদয়ে জেগে উঠেছে! তর্কের মঞ্চে আবেগের ঝড় তুলতে এসেছে নতুন কমিটি—সভাপতির আসনে মো. মিলন হোসেন (২০১৯-২০), যিনি যেন এক সাহসী নাবিক, আর সাধারণ সম্পাদক মো. কাইফ (২০২১-২২), তর্কের সমুদ্রে যার কণ্ঠ হবে আলোর দিশারি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান মডারেটর অধ্যাপক ড. মো. মিরাজ হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নতুন নেতৃত্বের ঘোষণা যেন একটি প্রতিজ্ঞার শপথ—তর্কের মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার!
এই কমিটি যেন একটি নক্ষত্রমণ্ডলী—সহ-সভাপতি মারুফ আহম্মেদ বাঁধন ও রাকিবুল হাসান (২০২১-২২) দুই উজ্জ্বল তারা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওসমান গাজী (২০২২-২৩) তর্কের ঢেউয়ে শক্তি যোগাবেন, আর কোষাধ্যক্ষ এ কে এম আবদুল্লাহ (২০২১-২২) হবেন স্বপ্নের এই যাত্রার ধনাধ্যক্ষ। ডিজিটাল কমিউনিকেশনের হাল ধরেছেন মো. শাহীনুর রহমান তাহসিন (২০২২-২৩), দপ্তর সম্পাদক মো. সাকিল (২০২৩-২৪) যেন তর্কের কাগজে লিখবেন বিজয়ের গাথা, পাবলিক রিলেশন সম্পাদক আলসিফাতী ইহাম (২০২৩-২৪) ছড়াবেন সম্পর্কের সেতু, আর ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মো. ওয়াসিফ আহমেদ রিয়ন (২০২৩-২৪) তৈরি করবেন তর্কের উৎসবের মঞ্চ। সদস্য হিসেবে শামান্তা ইসলাম দোলা (২০২১-২২), গাজী আবদুল্লা রাইয়ান, হাবিবুর রহমান শুভ, অভিপ্সা দাস ও মাহিমা শশী (২০২৩-২৪ ও ২০২৪-২৫) যেন তরুণ স্বপ্নের পাখিরা, যারা ডানা মেলবে জ্ঞানের আকাশে।
এই নতুন নেতৃত্ব যেন একটা প্রবল নদীর স্রোত—সাত বছরের স্থবিরতাকে ধুয়ে দিয়ে তর্কের মাঠে নতুন প্রাণের সঞ্চার করবে। মিলন ও কাইফের হাতে হাল ধরে এই ক্লাব এখন শুধু একটা সংগঠন নয়, বরং তরুণ মনের একটা জ্বলন্ত স্বপ্ন, যা বিতর্কের মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। এই কমিটি যেন একটা জাহাজ, যার পালে লেগেছে যুক্তির হাওয়া, আর গন্তব্যে আছে জ্ঞানের অমর আলো—চলুক এই যাত্রা, চলুক তর্কের বিজয়!

