রাজধানীতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ ও দাবির মুখে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফায় সংশোধন এনেছে জাতীয় ঐকমত্য কমিশন।
শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠানের মঞ্চে এসে জুলাই যোদ্ধাদের উদ্দেশে অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে জুলাই জাতীয় সনদে প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হয়েছে।
তিনি জানান, জুলাই যোদ্ধাদের তিন দফা দাবির প্রতিফলন ঘটিয়ে অঙ্গীকারনামার পঞ্চম দফায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত দফায় বলা হয়েছে, “গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা হবে। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, আহত জুলাই বীরদের ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ও আইনগত দায়মুক্তিসহ মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
কমিশনের সহ-সভাপতি জানান, সংশোধিত অঙ্গীকারনামা সরকারকে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা হবে এবং এ বিষয়ে রাজনৈতিক দল ও কমিশনের মধ্যে কোনো মতবিরোধ নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

