logo
ads

রবিবার জেলা পর্যায়ে মহাসড়ক অবরোধের ঘোষণা ‘জুলাইযোদ্ধাদের’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পি.এম
রবিবার জেলা পর্যায়ে মহাসড়ক অবরোধের ঘোষণা ‘জুলাইযোদ্ধাদের’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ‘আমরা জুলাইযোদ্ধা সংসদ’-এর মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাইযোদ্ধা’ আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে এবং নিজেদের তিন দফা দাবিতে রবিবার (১৯ অক্টোবর) জেলা পর্যায়ে তিন ঘণ্টার মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় বিক্ষোভ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন ‘আমরা জুলাইযোদ্ধা সংসদ’-এর মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ। তিনি জানান, অবরোধ কর্মসূচি চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

মাসুদ রানা বলেন, “আমাদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে রবিবার প্রত্যেক জেলা শহরের মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হবে। জুলাই আন্দোলনে আহতরা এবং সাধারণ জনগণও এতে অংশ নেবেন বলে আমরা আশা করছি।”

তিনি জানান, জুলাইযোদ্ধাদের তিন দফা দাবি হলো—
১. ‘জুলাই শহীদদের জাতীয় বীর’ এবং আহত-পঙ্গুত্ববরণকারীদের ‘বীর’ স্বীকৃতি দিয়ে সাংবিধানিক মর্যাদা দেওয়া,
২️. জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা,
৩️. দায়মুক্তি ও সুরক্ষা আইন প্রণয়ন, যাতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রমাণিত না হওয়া পর্যন্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে হয়রানি না করা হয়।

এ সময় জুলাই সনদকে “বিতর্কিত” আখ্যা দিয়ে আন্দোলনকারীরা এর বাতিলের দাবিও জানান।

এর আগে শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাইযোদ্ধারা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় অন্তত ২০ জন বিক্ষোভকারী আহত হন, যাদের মধ্যে কয়েকজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ