logo
ads

জাতীয় জুলাই সনদ: স্বাক্ষর অনুষ্ঠান শুরু, মঞ্চে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:১১ পি.এম
জাতীয় জুলাই সনদ: স্বাক্ষর অনুষ্ঠান শুরু, মঞ্চে প্রধান উপদেষ্টা

স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে প্রধান উপদেষ্টা।

পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষের কয়েক ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় ঐকমত্যের প্রতীক এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়। বিকেল চারটায় শুরুর কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

বিটিভির সরাসরি সম্প্রচারে দেখা যায়, জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, এবং বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তারা।

সননদ সই শেষে প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ