logo
ads

জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশালের পরিচিতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৮ অক্টোবর ২০২৫, ১১:৩১ এ.এম
জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশালের পরিচিতি সভা অনুষ্ঠিত

বর্তমান বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা গত ১৭ অক্টোবর বরিশাল জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল দক্ষিণ জেলা শাখার সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং বরিশাল উত্তর জেলা কমিটির সভাপতি হাসিবুর রহমান ও দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের নির্বাহী কমিটির আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান। এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল উত্তর জেলা, দক্ষিণ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদীরা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা নির্বাচন বানচাল করার জন্য নানা পায়তারা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সকল জাতীয়তাবাদী সৈনিককে এক হয়ে সাধারণ মানুষের কাতারে মিশে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামোর ৩২ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলে যাতে ফ্যাসিবাদীদের কেউ অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদ যাতে আবারও এদেশে কায়েম না হতে পারে, সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ