logo
ads

শিবচরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

শিবচর প্রতিনিধি

প্রকাশকাল: ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫১ এ.এম
শিবচরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

বর্তমান বাংলা

রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার কাদিরপুর, কুতুবপুর ও দ্বিতীয় খণ্ড ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।

কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ–সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মাদারীপুর–১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মো. রোকন উদ্দিন মিয়ার নেতৃত্বে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতকরণ ও মানবাধিকার রক্ষায় বিএনপির প্রতিশ্রুতি জনগণের কাছে তুলে ধরেন।

দলীয় সূত্র জানায়, ঘোষিত ৩১ দফার মূল উদ্দেশ্য—ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন, স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা ও বৈষম্যহীন সমাজ গড়া। একই সঙ্গে কৃষক, শ্রমিক, নারী, শিশু ও সংখ্যালঘুসহ সব জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

লিফলেট বিতরণ শেষে মো. রোকন উদ্দিন মিয়া বলেন, “তারেক রহমান অনেক আগেই জাতির প্রেক্ষাপটে ৩১ দফা প্রস্তাব করেছেন। এতে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার পূর্ণ রূপরেখা দেওয়া আছে। আমরা চাই জনগণ জানুক—বিএনপি ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র গড়তে চায়।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো. বোরহান উদ্দিন খান, পৌর জিয়া পরিষদের সভাপতি লিটন গোমস্তা, জেলা জিয়া পরিষদের সহ–সভাপতি সুজন বেপারি এবং বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ