logo
ads

মনোহরগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মনোহরগঞ্জ প্রতিনিধি

প্রকাশকাল: ১৮ অক্টোবর ২০২৫, ০১:২১ পি.এম
মনোহরগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান বাংলা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতের কর্মী সমাবেশ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের আয়োজন কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ মনোহরগঞ্জ-লাকসাম আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল গোফরান ভূঁইয়া, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, বিপলাসার ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকারিয়া, উপজেলা শিবিরের পূর্ব শাখার সভাপতি রবিউল এবং নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রব।

প্রধান অতিথি ড. সারওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, জামায়াত মানুষের কল্যাণের পথ দেখাচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশে ইসলাম প্রতিষ্ঠায় কোনো অমুসলিম বাধা নয়, বাধা হচ্ছে নামধারী মুসলমানদের অবহেলা। তিনি আরও বলেন, মানব-নির্মিত আইনকে কোরআনের আলোকে পরিচালনা করা প্রয়োজন।

সমাবেশে আরও বক্তৃতা, নেতা-কর্মীদের উদ্দেশ্য নির্দেশনা এবং ইসলামের মূলনীতি অনুযায়ী কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ