বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মীর সোহরাব হোসেনকে আহ্বায়ক এবং মোঃ শরিফুল ইসলামকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল মনির ও সদস্য সচিব জহিরুল ইসলাম টিটু। গত ১৭ অক্টোবর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে জাতীয়তাবাদী গণজাগরণ দলের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরিদপুর জেলার দলীয় নেতাকর্মীরা। দায়িত্ব পেয়ে ফরিদপুর জেলার আহ্বায়ক মীর সোহরাব হোসেন ও সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আগামীতে জাতীয়তাবাদী সকল কর্মীকে নিয়ে কেন্দ্র ঘোষিত সকল কর্মকাণ্ড যথাযথভাবে পালন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর ৩২ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন সকল নেতাকর্মী।

