logo
ads

চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামের নির্বাচনী কমিটি গঠন

চৌদ্দগ্রাম প্রতিনিধি

প্রকাশকাল: ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পি.এম
চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামের নির্বাচনী কমিটি গঠন

বর্তমান বাংলা

চৌদ্দগ্রাম কুমিল্লায় আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে আলকরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সোনাইছা গ্রামে নির্বাচনী কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সোনাইছা সিরাজুল এক প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা সভায় দত্তসার রহমানিয়া মাদ্রাসার মহতামিন মাওলানা ফয়জুল্লাহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ একরামুল হক হারুন।

সভায় জামায়াতে ইসলামের ৯ নং ওয়ার্ড সেক্রেটারি আনোয়ার উল্লাহ ভূইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন সেক্রেটারি আবু নাছের, যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক, পল্টন থানা ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী টিপু, ব্যবসায়ী ও সমাজসেবক জহির উদ্দিন রাসেল, মাষ্টার আহছান উল্লাহ, প্রবাসী সাতচর আইয়ুব আলী এবং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলামসহ আরও অনেকে।

সভায় নির্বাচনী কমিটি গঠন ও আগামীর নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ