logo
ads

তিন কারণে জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি

আব্দুল হালিম সরদার

প্রকাশকাল: ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৬ পি.এম
তিন কারণে জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি

প্রতিকী ছবি

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোটের সিদ্ধান্ত চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ না করা এবং আদেশের খসড়া জনগণের সার্বভৌম মতামতের প্রতিফলন নিশ্চিত না হওয়াসহ মোট তিন কারণে জুলাই সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে সংগঠনটির পলিসি অ্যান্ড রিসার্চ উইং।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শর্ত হলো—
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের পূর্ণাঙ্গ টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে।
২. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জারি করবেন।
৩. গণভোটে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর অর্পিত Constituent Power (গাঠনিক ক্ষমতা) বলে সংবিধান সংস্কার করবে। সংস্কারকৃত সংবিধানের নাম হবে: বাংলাদেশ সংবিধান, ২০২৬

পোস্টে এনসিপি জানায়, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পরই সনদে স্বাক্ষর করা হবে। কারণ, এনসিপি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতার দলিল বা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না। তাদের মতে, জুলাই সনদের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থার স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল করে গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা— তাই সনদের সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকা অত্যাবশ্যক।

তারা আরও জানান, রাজনৈতিক দলগুলো দীর্ঘ এক বছর ঐকমত্য কমিশনের সঙ্গে কাজ করে জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একমত হয়েছে। জুলাই সনদ আদেশ, গণভোট এবং সংবিধানের মৌলিক পরিবর্তনের সক্ষমতা সম্পন্ন আগামী সংসদের (দ্বৈত ভূমিকা) মাধ্যমে সনদ বাস্তবায়ন হবে— এ বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হলেও সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ নেই। এনসিপি মনে করে, এই বাস্তবায়ন প্রক্রিয়া উল্লেখ না করে সনদে স্বাক্ষর করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল, কারণ অতীতে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে।

অন্যদিকে, কিছু দল ১৯৭২ সালের ‘মুজিববাদী সংবিধানের’ মূলনীতি টিকিয়ে রাখার স্বার্থে সনদে সই করেনি। এনসিপি বলছে, তাদের সঙ্গে নিজেদের অবস্থানের মৌলিক পার্থক্য সহজেই বোঝা যায়।

এনসিপি স্পষ্ট জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখে তাতেই অন্তর্ভুক্ত সাংবিধানিক নিশ্চয়তা নিশ্চিত হওয়ার পরই তারা সনদে স্বাক্ষর করবে। এর আগে কোনোভাবেই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছে সংগঠনটির নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ