logo
ads

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ আগস্ট ২০২৫, ০৭:০৬ পি.এম
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন

আলমগীর মহিউদ্দিন।

দৈনিক নয়া দিগন্ত এর সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন; তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শনিবার দুপুর দেড়টার দিকে তিনি ধানমন্ডির আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।

তিনি বলেন, গত সপ্তাহে বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে এ হাসপাতাল ভর্তি করা হয়। তখন থেকে তিনি এখানে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের সদস্যরা বলেন, মাগরিব নামাজের পর রাজধানীর মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে নামাজে জানাজা শেষে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রবীণ এই সাংবাদিক চার বছর আগে তার স্ত্রীকে হারান। মৃত্যুকালে তিনি দুই মেয়ে রেখে গেছেন।

আলমগীর মহিউদ্দিনের জন্ম নাটোরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ডিগ্রি লাভের পর তিনি সাংবাদিকতা শুরু করেন। তিনি ডেইলি অবজারভার, নিউ নেশন, দ্যা ডন পত্রিকায় কাজ করেছেন। এছাড়া অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানে (এপিপি) কাজ করেছেন তিনি।

২০০৪ সালে থেকে এ বছরের শুরু পর্যন্ত আলমগীর মহিউদ্দিন বাংলা দৈনিক নয়া দিগন্ত এর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকায় কিছুদিন সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ