logo
ads

মালয়েশিয়ায় ৩৭৭ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পি.এম
মালয়েশিয়ায় ৩৭৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত বিনতাং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নথিহীন ৭৭০ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম দ্য স্টার।

স্টারের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে ওই অভিযান চালানো হয়। আটক বাংলাদেশিদের সবাই পুরুষ। অভিযানে বাংলাদেশিসহ অন্য যাদের আটক করা হয়েছে তাদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। 

আটককৃতদের মধ্যে ২৩৫ জন মিয়ানমারের, ৭২ জন নেপালের, ৫৮ জন ভারতীয় ও ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়া, অন্য দেশের কয়েকজন নারী ও পুরুষ আছেন। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে তাদের প্রথমে পুত্রজায়ায় ইমিগ্রেশন বিভাগে নেওয়া হয়। 

অভিবাসন বিভাগের আইনপ্রয়োগ শাখার পরিচালক বসরি ওথমান বলেন, বুকিত বিনতাং এলাকাটির গলিগুলো সরু ও বেশ অন্ধকারাচ্ছন্ন। অভিযানে প্রায় ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়। তাদের মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি ও ৮৪৫ জন স্থানীয়। 

ওথমান জানান, অবৈধ অভিবাসীদের বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে অভিযান চালানো হয়। যাদের আটক করা হয়েছে তাদের পরিচয়পত্র ছিল না। কারও বসবাসের মেয়াদ শেষ হয়েছে। 

ইমিগ্রেশন বিভাগের এই কর্মকর্তা জানান, অভিযানের সময় কর্মকর্তারা একটি অনলাইন জুয়ার আস্তানার খোঁজ পান। যেখানে সিসি ক্যামেরা বসানো ছিল। কর্মকর্তারা ভেতরে ঢুকে সাতজন বিদেশিকে জুয়ায় ব্যস্ত দেখতে পান। সবাইকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ