সিরাজগঞ্জের বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের জীবনে নতুন আলো জ্বালাতে শুভ উদ্বোধন হলো পূনর্বাসন প্রকল্পের। অন্ধকার পথ ছেড়ে আলোর দিশায় ফিরে আসা ৬৭ জন চরমপন্থীর হাতে তুলে দেওয়া হলো জমি, ৪৮টি গরু, ক্যাটেল সেড, ভারমি কম্পোস্ট সেড, হারভেস্টার মেশিন সেড ও ডেইরি কেয়ার সেড। ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে গ্রাম উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে দেলুয়াকান্দি গ্রামে এই প্রকল্পের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম। তিনি বলেন, “এই প্রকল্প শুধু পূনর্বাসন নয়, এটি একটি নতুন স্বপ্নের সূচনা। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের প্রস্তাব এলে তা বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সঞ্চালনায় ছিলেন সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের উপপরিচালক গণপতি রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক, কৃষি উপপরিচালক একেএম মঞ্জুরুল মওলা, এনএসআই উপপরিচালক মাকসুদুল হকসহ অনেকে। উপস্থিত সাংবাদিকদের কণ্ঠেও উঠে এলো এই মানবিক উদ্যোগের প্রশংসা। এই প্রকল্প যেন এক নতুন ভোরের সূচনা, যা হারানো জীবনগুলোকে ফিরিয়ে আনবে সম্ভাবনার পথে।

