logo
ads

মিরপুরে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পি.এম
মিরপুরে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টার পর বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিকেল সোয়া ৪টার দিকে জানান, “এ পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই পোশাক কারখানার ভেতরে ছিলেন। মরদেহগুলো ভবনের সামনে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের রাসায়নিক গুদামে আগুন লাগার পর সেখান থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে এ নয়জনের মৃত্যু হয়েছে।”

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ভবনটিতে অনেক শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়লে কেউ কেউ বেরিয়ে আসতে সক্ষম হলেও বেশ কয়েকজন আটকা পড়েন। দ্রুত ধোঁয়ায় ভবনের ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগা ভবনটি সাততলাবিশিষ্ট। পাশের রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার-অক্সাইডসহ দাহ্য পদার্থ ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, “আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগছে কারণ ভবনের ভেতরে রাসায়নিক পদার্থের উপস্থিতি বেশি। গ্যাস ও ধোঁয়ার কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ