বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচি নিয়ে ভোলায় এক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে ভোলা সদর উপজেলা বিএনপি আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসিফ আলতাফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন—
ভোলা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ হাওলাদার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আবুল হাসনাত, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক রাসেল মাহমুদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল রাসেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিএম ছানাউল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন—
ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম বাছেত, অতিরিক্ত জেলা জজ আদালতের পিপি মো. ইউসুফ, ও ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি জিয়াউদ্দিন জিয়া।
বক্তৃতায় প্রতিযোগীরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মূল দর্শন, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

