বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে লাকসাম পৌরসভা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।
সামিরা আজিম দোলা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই আমাদের একমাত্র লক্ষ্য। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে সচেতন করছি যেন তারা আগামীর আন্দোলনে অংশগ্রহণ করে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখে।”
পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী জসীমউদ্দীন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতা আলী আশরাফ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা ফরিদউদ্দিন ও রবিউল হোসেন, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এ সময় লাকসাম উপজেলার বিভিন্ন ওয়ার্ডে জনগণের হাতে ৩১ দফার প্রচারপত্র বিতরণ করা হয় এবং সামিরা আজিম দোলা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর বিএনপি নেতাদের এমন গণসংযোগ কর্মসূচি এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

