logo
ads

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশকাল: ১৫ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পি.এম
খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবিতে মানববন্ধন

বর্তমান বাংলা

চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় দফার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে “পিআরসহ ৫ দফা দাবি” বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, “আমরা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে সমান সুযোগ সৃষ্টি, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের শাস্তি দাবি করছি। এসব দাবি বাস্তবায়িত হলে জনগণের আস্থা ফিরবে এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত ৫ দফা দাবি:

১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তার উপর গণভোট আয়োজন।
২. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করা।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

বক্তারা বলেন, “এই ৫ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার গাজী, জেলা সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তারিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আল আমিন মুজাহিদী, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, এবং ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ।

মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, “জনগণের স্বার্থে এই দাবিগুলো মেনে নেওয়া সময়ের দাবি।”

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ