logo
ads

পুলিশের বাধা ঠেলে শাহবাগ অবরোধ শিক্ষকদের, স্থবির রাজধানীর যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পি.এম
পুলিশের বাধা ঠেলে শাহবাগ অবরোধ শিক্ষকদের, স্থবির রাজধানীর যান চলাচল

শিক্ষকদের অবরোধে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা তাদের তিন দফা দাবিতে বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। হঠাৎ অবরোধে শাহবাগসহ আশপাশের এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।

দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষক–কর্মচারীরা শাহবাগের দিকে রওনা হন। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল ঠেকানোর চেষ্টা করে। কিন্তু শিক্ষকরা বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবরোধকালে তারা স্লোগান দেন— “বেতন নিয়ে টালবাহানা চলবে না”, “আমি কে, তুমি কে, শিক্ষক শিক্ষক” এবং “প্রজ্ঞাপন দিতে হবে”।

তিন দফা দাবি

অবরোধে অংশ নেওয়া শিক্ষক–কর্মচারীরা জানান, তাদের তিনটি প্রধান দাবি হলো—
১️⃣ মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা চালু করা,
২️⃣ শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা নির্ধারণ করা,
৩️⃣ কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।

আলোচনার পরও ফল নেই

বুধবার সকাল থেকে শিক্ষক–কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পূর্ব ঘোষণামতে, দুপুর ১২টায় শাহবাগ মোড় অবরোধের কথা থাকলেও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা আরও কিছু সময় অপেক্ষা করেন। তবে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে বিক্ষোভকারীরা দুপুরে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছান এবং অবরোধ শুরু করেন।

যান চলাচল বন্ধ, জনদুর্ভোগ

অবরোধের কারণে শাহবাগ, বাংলামোটর, পলাশী, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

পুলিশের পক্ষ থেকে অবরোধস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে শাহবাগ থানার ওসি নূরে আলম জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ