logo
ads

নেত্রকোণার সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশকাল: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পি.এম
নেত্রকোণার সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ

ছবি: বর্তমান বাংলা

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১৬ বোতল জব্দ করা হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টা ১৯ মিনিটে নেত্রকোণা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারুয়াপাড়া বিওপি’র ছয় সদস্যের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

বিজিবির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৪৩ এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ব্লেন্ডারস প্রাইড ১০ বোতল ও আইস ভদকা ৬ বোতল জব্দ করে।

অধিনায়ক আরও জানিয়েছেন, আটককৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ