logo
ads

নীলফামারীতে জামায়াতের পাঁচ দফা দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশকাল: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:০০ পি.এম
নীলফামারীতে জামায়াতের পাঁচ দফা দাবিতে মানববন্ধন

বর্তমান বাংলা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার নিশ্চিত হবে। বর্তমান সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেন তারা।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা শান্তিপূর্ণভাবে মাঠে আছি। এই পাঁচ দফা দাবি বাস্তবায়নই আজ সময়ের দাবি।”

নায়েবে আমীর ড. খায়রুল আনাম বলেন, “এই দাবিগুলো কেবল জামায়াতের নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারে সমগ্র জনগণের আকাঙ্ক্ষা।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জেনারেল আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী সদর আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে বক্তারা সরকারের প্রতি দ্রুত এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ