logo
ads

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ১৮০ পুলিশ ফেরত: ভবিষ্যৎ অংশগ্রহণে অশনিসংকেত

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪০ এ.এম
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ১৮০ পুলিশ ফেরত: ভবিষ্যৎ অংশগ্রহণে অশনিসংকেত

শান্তিরক্ষা মিশনে অংশ নিতে চলতি বছরের ২৭ মে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের একটি দল। ফাইল ছবি: বাসস

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের একটি কন্টিনজেন্ট দেশে ফেরত আসছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে তাদের প্রত্যাবর্তনের কথা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাজেট স্বল্পতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র বলছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ইউএন–অপারেশন) আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। মিশনের বাজেট ঘাটতির কারণে একটি কন্টিনজেন্ট ফেরত আসবে। বাজেট সমস্যার দূর হলে আবার হয়তো কঙ্গো বা অন্য কোনো দেশে প্রয়োজন হলে নতুন কন্টিনজেন্টকে ডাকা হবে।

৭৫ নারী পুলিশসহ ১৮০ সদস্যের ওই কন্টিনজেন্ট ২৬ আগস্ট কঙ্গোতে পৌঁছায়। প্রশিক্ষণ শেষে তারা ১০ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করে। তারা কঙ্গোর কিংশাসায় দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার থেকে তাদের অপারেশনাল কার্যক্রম বন্ধ আছে। ২০০৫ সাল থেকে কঙ্গোতে দায়িত্ব পালন করে আসছে পুলিশ কন্টিনজেন্ট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কঙ্গো ছাড়া এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের আর কোনো কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেই। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী ক্যামেরুন, সেনেগাল ও মিশরের মতো দেশের কন্টিনজেন্টও আংশিকভাবে কমানো হবে। তবে বাংলাদেশের কন্টিনজেন্ট পুরোপুরি ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

আরেকটি সূত্র জানায়, ২০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টকে ফেরত পাঠানোর কথা হয়েছে। তবে কিছু সংখ্যক সদস্য হয়ত আরও কিছু দিন সেখানে অবস্থান করে প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম সম্পন্ন করবেন। সরঞ্জাম ফেরত আনতে তা গোছানোর কাজটি করবেন তারা। ফেরত পাঠানোর সময় না বাড়লে অধিকাংশ সদস্য নির্ধারিত সময়ের মধ্যে ফেরত আসবেন।

সম্প্রতি রয়টার্স ও এএফপির প্রতিবেদনে উঠে আসে, আগামী কয়েক মাসে বিশ্বব্যাপী নয়টি মিশন থেকে অন্তত ২৫ শতাংশ শান্তিরক্ষী কমাবে জাতিসংঘ। এমন সিদ্ধান্তের মূল কারণ অর্থের ঘাটতি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিলের অনিশ্চয়তা। এর কারণে ১৩ থেকে ১৪ হাজার সৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এই ছাঁটাইয়ের আওতায় আসবেন।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সবচেয়ে বেশি অবদান রাখে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র মিশনের প্রায় ২৬ শতাংশ তহবিলের যোগান তারা দেয়। তাদের পর রয়েছে চীন, দেশটি তহবিলের প্রায় ২৪ শতাংশ দেয়। 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে  কাজ করছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। শান্তিরক্ষী পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। শান্তিরক্ষী পাঠানোর দেশ হিসেবে নেপাল শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রুয়ান্ডা।

১৯৮৯ সাল থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পুলিশের প্রথম মিশন ছিল নামিবিয়ায়। ২০২৫ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজারেরও বেশি কর্মকর্তা বিশ্বজুড়ে ২৪টি দেশে ২৬টি মিশনে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকা। বর্তমানে দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকায় আইপিও সদস্য হিসেবে কিছু সংখ্যক পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে কাজ করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ