logo
ads

শেরপুরে হেফাজতে ইসলামের বিরাট শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

প্রকাশকাল: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:১৮ এ.এম
শেরপুরে হেফাজতে ইসলামের বিরাট শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত

বর্তমান বাংলা

ইসলামী জ্ঞান ও ধর্মীয় দিক-নির্দেশনামূলক আলোচনা নিয়ে শেরপুর জেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, শেরপুর জেলা শাখার উদ্যোগে এক বিরাট শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ অক্টোবর ২০২৫) বিকেল ৭টায় ঐতিহাসিক শেরপুর পৌর পার্ক ময়দানে এই সম্মেলন শুরু হয়।

গুরুত্বপূর্ণ এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন প্রখ্যাত আলেম আল্লামা মামুনুল হক হাফিঃ (মুহাদ্দিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা)। সম্মেলনে মুফতি আব্দুর রহমান হাফিঃ এর সভাপতিত্বে অন্যান্য বক্তাগণের মধ্যে আলোচনা পেশ করেন—
মুফতি আমিরুল ইসলাম হাফিঃ (সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ, শেরপুর জেলা শাখা),
আলহাজ মাওলানা আজীজুল হক হাফিঃ (প্রধান উপদেষ্টা),
হযরত মাওলানা জিহাদুল আজিজ হাফিঃ,
শায়খ হারুন ইজহার হাফিঃ,
শায়খ জসিম উদ্দিন রহমানী হাফিঃ,
মুফতি মনসুরুল হক হাফিঃ এবং
মুফতি হাসানুল হাবী হাফিঃ-সহ দেশবরেণ্য ও স্থানীয় ওলামায়ে কেরামগণ।

সম্মেলনে বক্তারা ইসলামের মৌলিক নীতি, সমাজ জীবনে ধর্মের প্রভাব এবং বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর করণীয় সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে বিশদ আলোচনা পেশ করেন।

এই সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতার বিপুল সমাগম ঘটে। বিশেষত, আল্লামা মামুনুল হক হাফিঃ-এর বক্তব্য শুনতে হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বক্তাগণ দ্বীনি শিক্ষার গুরুত্ব, নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের ভূমিকা তুলে ধরেন।

আলোচনার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে এই সম্মেলন সম্পন্ন হওয়ায় উদ্যোক্তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ