logo
ads

ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ ও পদযাত্রা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশকাল: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:১২ পি.এম
ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ ও পদযাত্রা

বর্তমান বাংলা

ফরিদপুরকে পৃথক বিভাগ হিসেবে দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণসমাবেশে পরিণত হয়।

গণসমাবেশে বক্তারা বলেন, “ফরিদপুর বিভাগ কোনো ব্যক্তির দাবি নয়, এটি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি।” তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গণমানুষের এই ন্যায্য দাবিটি বাস্তবায়নের ক্ষেত্রে অযথা বিলম্ব করা হচ্ছে। বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত সময়ের মধ্যে ফরিদপুর বিভাগ ঘোষণা করা না হলে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, সমাজকর্মী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে প্রশাসনিক সংস্কার কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ হিসেবে গঠনের সুপারিশ করে। পরবর্তীতে চলতি বছরের সেপ্টেম্বরে প্রি-নিকার সচিব পর্যায়ের বৈঠকে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন পায়। বর্তমানে প্রস্তাবটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এরই ধারাবাহিকতায় ফরিদপুরের জনগণ সম্প্রতি বিভাগ বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ, পদযাত্রা ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ