গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কালিদাহরপাড় বাজার থেকে একটি গণ মিছিল বের হয়। মিছিলটি গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
গণ মিছিলে প্রায় শতাধিক মোটরসাইকেল, দেড় শতাধিক অটোভ্যান ও একটি পিকআপভ্যানে করে প্রায় দুই হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণের অংশগ্রহণে মিছিলটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রবিউল ইসলাম মুন্সী। সভায় বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দিদারুল আলম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী হাসিব রানা এবং ওয়ার্ড বিএনপি নেতা নান্নু শেখ প্রমুখ।
বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই গণ মিছিলের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনে জননেতা সেলিমুজ্জামান সেলিমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাহলে তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করা হবে।

