ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩নং গড়েয়া ইউনিয়নের বোর্ড স্কুল মাঠ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে হিন্দু-মুসলমানসহ সব ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের নির্বাচনী কার্যক্রমে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনাও প্রদান করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল রেদ শাহ। এছাড়া উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

