logo
ads

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশকাল: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পি.এম
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মতবিনিময় সভা

বর্তমান বাংলা

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩নং গড়েয়া ইউনিয়নের বোর্ড স্কুল মাঠ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে হিন্দু-মুসলমানসহ সব ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের নির্বাচনী কার্যক্রমে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনাও প্রদান করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল রেদ শাহ। এছাড়া উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ