বৃহস্পতিবার (১৬-১০-২০২৫) বিকেলে লালমনিরহাটের মিশন মোড়ে বাংলাদেশ ছাত্রইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ উদিচী শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশের ক্ষেতমজুর সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শিক্ষকদের চলমান আন্দোলনে পুলিশের নৃশংস হামলার প্রতিবাদ জানান এবং সরকারকে শিক্ষকদের ন্যায্য দাবী মানার আহবান করেন। তারা হঠাৎ সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জীবনের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করছে। বক্তারা সরকারের প্রতি রেশনিং ব্যবস্থা চালুর দাবী জানান।
এছাড়া বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার দেশবিরোধী চক্রান্ত এ দেশের প্রতিবাদী মানুষ মেনে নেবে না।

