বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের জারুলিয়াছড়ি বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সকাল ১০টার দিকে সীমান্ত পিলার ৪৭/১-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে, বিওপি হতে প্রায় ২ কিলোমিটার উত্তর–পূর্ব দিকে চিকন পাতা ঝিড়ি এলাকায় (জিআর নং ৩৪১৬৭১, ম্যাপ সীট ৮৪ সি/৩) অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া ১ লাখ পিস বার্মিজ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস. এম. কফিল উদ্দিন কায়েস বলেন,
“মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে আমাদের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
বিজিবির কর্মকর্তারা জানান, মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার কিছু পথ মাদকপাচারকারীরা ব্যবহার করে। তবে বিজিবি এসব রুটে নজরদারি বৃদ্ধি করেছে, যাতে ভবিষ্যতে এমন অবৈধ কার্যক্রম রোধ করা যায়।

