সাতক্ষীরায় শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত ইমাম সম্মেলনে বক্তৃতা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা ২ আসনের দাঁড়ি-পাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
তিনি বলেন, “যদি কোন আলেমের পদস্খলন হয়, তাহলে গোটা দুনিয়ার পদস্খলন হবে। আলেমেরা জ্ঞানের, ন্যায়ের, ত্যাগের, স্বচ্ছতার, আন্দোলনের এবং উদার মানসিকতার প্রতীক।”
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে নানা চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে, যেমন কালো টাকা, পেশিশক্তি, ভয়-ভীতি ইত্যাদি। তিনি জোর দিয়ে বলেন, “জুলাই সনদে স্বাক্ষর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতদিন কোরআন ও হাদিসের আলোকে সনদ স্বাক্ষরিত হবে না, ততদিন পর্যন্ত জুলাই বিপ্লবের সুফল আসবে না।”
সম্মেলনটি আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা পৌর শাখা ও ওলামা বিভাগ। অনুষ্ঠানটি শহরের আলামিন ট্রাস্টের কাযী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মাওলানা আমিনুর রহমান, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন হুযাইফী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, ওলামা বিভাগের সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা ওসমান গনী, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, আঁগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.রুহুল আমিন, এবং শহর জামায়াতের আমির মোঃ জাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর সবুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে আলোচনার পাশাপাশি ইসলামী শিক্ষার গুরুত্ব, আলেমদের ভূমিকা এবং আগামী নির্বাচনে ইমামদের সমন্বিত কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

