logo
ads

টঙ্গীবাড়িতে সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন: শ্রী হরি ভদ্রের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশকাল: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৪১ পি.এম
টঙ্গীবাড়িতে সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন: শ্রী হরি ভদ্রের অভিযোগ

বর্তমান বাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শনিবার (১৮ অক্টোবর, ২০২৫) বেলা ১১টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় দৈনিক দেশ সেবার প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানানো হয়। সম্মেলনের আয়োজক শ্রী হরি ভদ্র, যিনি অভিযোগ করেছেন যে “মুন্সীগঞ্জে লিজকৃত তৈরি দোকান জোরপূর্বক দখলে চেষ্টায় ভাংচুর লুটপাট” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

লিখিত বক্তব্যে শ্রী হরি ভদ্র জানান, এই সংবাদের মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছে। তিনি বলেন, বাস্তবতার সঙ্গে সংবাদটির কোনো সম্পর্ক নেই। তিনি অভিযোগ করেন, উপজেলার বালিগাঁও বাজারে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের সামনে অবস্থিত একটি অস্থায়ী পানের দোকান পূজা-অর্চনার সময় কোনো সমস্যা সৃষ্টি করত না। তবে অনিক বৈদ্য নামে এক ব্যক্তি রাতের আঁধারে সেখানে দোকানঘর নির্মাণ করলে, মন্দিরের স্বার্থে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। উপজেলা প্রশাসনের নির্দেশে এসিল্যান্ড কার্যালয়ের সার্ভেয়ারের উপস্থিতিতে দোকানটি উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এর পর তাঁর নাম উল্লেখ করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।

শ্রী হরি ভদ্র সাংবাদিক সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তবে কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে। তিনি সংশ্লিষ্ট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের সত্য তথ্য যাচাই-বাছাই করে প্রকাশের আহ্বান করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন, যারা এই প্রতিবাদে সমর্থন জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ